বাঘাইছড়ির বঙ্গলতলীতে আবারো ৯ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

0


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে আবারো ৯ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার (৩ নভেম্বর) রাত ১০টায় ও আজ (৪ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টায় দু’ দফায় বঙ্গলতলীর শুভ রঞ্জন কার্বারি পাড়া, বি-ব্লকের রবিশংকর কার্বারি পাড়া, দয়াময় কারবারী পাড়া, মিঠু কার্বারি পাড়া ও নিব্র কার্বারি পাড়ায় এই তল্লাশি চালানো হয়।

যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন- 

১. দয়া কুমার চাকম (৫০), পিতা- সুকেতু চাকমা, গ্রাম- শুভরঞ্জন কার্বারি পাড়া, ২ নং ওয়ার্ড, বঙ্গলতলি ইউপি।

২. নীলময় চাকমা (৫০), পিতা-মৃত সূর্য জয় চাকমা, গ্রাম- শুভরঞ্জন কার্বারি পাড়া, ২ নং ওয়ার্ড, বঙ্গলতলি ইউপি।

৩. সুনীল কুমার (৬০), পিতা-মৃত ব্রজলাল চাকমা, গ্রাম- মিঠু কার্বারি পাড়া, ২ নং ওয়ার্ড, বঙ্গলতলি ইউপি।

৪. সুমন চাকমা (৩৬) ,পিতা-সুনীল কুমার চাকমা, গ্রাম- মিঠু কার্বারি পাড়া, ২ নং ওয়ার্ড, বঙ্গলতলি ইউপি।

৫. মঙ্গল কিরণ চাকমা (৪৫), পিতা- মৃত লাম্বা চাকমা, গ্রাম- শুভরঞ্জন কার্বারি পাড়া, ২ নং ওয়ার্ড,  বঙ্গলতলি ইউপি।

৬. বিমল চাকমা (৪৯), পিতা-রবিসূর্য চাকমা, গ্রাম- রবিশংকর কার্বারি পাড়া, ৫ নং ওয়ার্ড, বঙ্গলতলি ইউপি।

৭. ধন কুমার চাকমা (৫০), পিতা-মৃত বগ’ চাকমা, গ্রাম- মিঠু কার্বারি পাড়া, ২ নং ওয়ার্ড, বঙ্গলতলি ইউপি।

৮. ধবনা চাকমা (৫০), পিতা-মৃত বিজয় লাল চাকমা, গ্রাম- নিব্র কার্বারি পাড়া, ৩ নং ওয়ার্ড, বঙ্গলতলি ইউপি।

৯। রিপন চাকমা(৪৩), পিতা:-মৃত রাম চাকমা, দয়াময় কারবারী পাড়া, বঙ্গলতলী ইউপি, বাঘাইছড়ি।

এদের মধ্যে রবিশংকর কার্বারি পাড়ার বাসিন্দা বিমল চাকমার বাড়িতে কোন লোকজন ছিল না। সেনারা তার বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে তন্ন তন্ন করে তল্লাশি চালায় বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এর আগে গতকাল (সোমবার) ভোর ৪:১৫টার সময় বাঘাইহাট জোন ও করেঙ্গাতলী ক্যাম্পের সেনা সদস্যরা যৌথভাবে একই এলাকায় ৪ গ্রামবাসীর বাড়ি ও ১টি দোকানে তল্লাশি চালিয়েছিল।

এরপর সেনারা উত্তর বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যম বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’টি গ্রুপে বিভক্ত হয়ে অবস্হান নেয়।

বর্তমানে ওই দুই জায়গায় প্রায় ১৫০ জন সেনা সদস্য অবস্থান করছে। সেখান থেকে তারা পাহাড়িদের ঘরবাড়িতে তল্লাশি ও এলাকায় টহল অভিযান পরিচালনা করছে।

বর্তমানে সেনারা করেঙ্গাতলী টু উজোবাজার ইট সোলিং রাস্তায় পায়ে হেঁটে টহল অব্যাহত রেখেছে।

রাতের আঁধারে সেনাবাহিনীর এমন হয়ানিমূলক তল্লাশি ও বিদ্যালয়ে তাদের অবস্থানের কারণে এলাকার জনমনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এতে এলাকার সাধারণ জনগণের স্বাভাবিক চলাফেরা ও কাজকর্মে ব্যাঘাত ঘটছে এবং স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More