বাঘাইছড়ির বঙ্গলতলীতে দুই জনের বাড়িতে দুর্বৃত্তদের হানা, মোবাইল ছিনতাই

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে দুই জনের বাড়িতে অজ্ঞাত একদল সশস্ত্র দুর্বৃত্ত হানা দিয়ে তল্লাশি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত ১০টার সময় অপরিচিত ৪ জন সশস্ত্র ব্যক্তি বঙ্গলতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শুভ রঞ্জন কার্বারি পাড়ায় লক্ষীয়া চাকমা (৫০), পিতা- মৃত চিত্র কুমার চাকমা ও তার ছেলে সন্তু চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় ও ইউপিডিএফ সদস্য ধনেশ্বর চাকমার বাড়ি জিজ্ঞেস করে।
পরে দুর্বৃত্তরা সন্তু চাকমার বাড়ি থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
সেখান থেকে যাওয়ার ৫ মিনিট পরে বটতলা নামক স্থানে ১ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে করেঙ্গাতলীর দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় জড়িতদের কাউকে চিনতে পারেননি বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
তবে, “দুর্বৃত্তরা সেনাবাহিনীর লেলিয়ে দেয়া লোকজন হতে পারে” বলে স্থানীয়রা ধারণা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
