বাঘাইছড়ির বঙ্গলতুলিতে ৫ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

0


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৯ নভেম্বর ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতুলী এলাকায় সেনাবাহিনী ৫ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৯ নভেম্বর ২০২৫) ভোর ৫টার সময় করেঙ্গাতুলি সেনা ক্যাম্প থেকে ৩০-৩৫ জনের একটি সেনা দল বঙ্গলতুলি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুয়ো দোকান নামক স্থানে যায়। সেখানে যাওয়ার পর সেনারা পূর্ব জারুলছড়ি গ্রামের বাসিন্দা প্রাক্তন মেম্বার ও স্থানীয় দোকানদার রাজ মোহন চাকমার (৫৫) কাছ থেকে জিজ্ঞেস করে “ইউপিডিএফ নেতা-কর্মীরা কোথায় থাকে? তারা দোকানে আসে কিনা?”

এরপর সেনারা পূর্ব জারুলছড়ি গ্রামের বাসিন্দা ও জারুলছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন চাকমা, পিতা- চিকন্যা চাকমা; পার্শ্ববর্তী বুদ্ধশংকর কার্বারি পাড়ার বাসিন্দা শান্তি লাল চাকমা (৪৫), পিতা- মৃত নতুন চন্দ্র চাকমা; শিশুতুলি গ্রামের বাসিন্দা সুদর্শী চাকমা (৪০), পিতা- গোপাল চাকমা; মিঠু কারবারী পাড়ার বাসিন্দা কালাত্তা চাকমা, পিতা- মৃত শুভংকর চাকমা ও সমর জ্যোতি কার্বারি পাড়ার বাসিন্দা কালায় চাকমা, পিতা- নরদ চন্দ্র চাকমা’র বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।

কিন্তু তল্লাশি চালিয়ে অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ৩ নভেম্বর থেকে কয়েক দফায় বঙ্গলতলী এলাকায় পাহাড়ি গ্রামবাসীদের বাড়িঘরে তল্লাশি চালানো হয়েছে।

পর পর এমন হয়রানিমূলক তল্লাশির ঘটনায় এলাকার জনমনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More