বাঘাইছড়ির বড় মাল্যায় পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
বাঘাইছড়ির ৩০নং সারোয়াতলী ইউনিয়নের বড় মাল্যায় সেটেলার বাঙালি কর্তৃক পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ ও বাড়িঘর লুটপাটের ঘটনার প্রতিবাদসহ বাঘাইছড়ি উপজেলা নাগরিক কমিটির মনগড়া বিবৃতির প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণসহ দোষীদের শাস্তির দাবিতে সাজেকের উজোবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকালে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের যৌথ ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
প্রথমে উজো বাজার হতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ইসিবি ক্যাম্পের সামনে ব্রিজ পর্যন্ত গিয়ে আবার উজোবাজারে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি অমিতা চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা কমিটির সম্পাদক পরান সোনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক সমর চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক দিপায়ন চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে উগ্র সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের উপর বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এসব ঘটনা কোন নতুন নয়। পার্বত্য চট্টগ্রামে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেছে। সম্প্রতি গুইমারা হামলার রেশ কাটতে না কাটতে বড় মাল্যার হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা খুবই উদ্বেগের বিষয়। এসব ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে রুখে দাঁড়াতে হবে। অন্যথায় তারা আরো বড় ধরনের ঘটনা সংঘটিত করবে।

তারা আরো বলেন, খাগড়াছড়ির গুইমারা ঘটনার ক্ষত শুকাতে না শুকাতে গতরাতে বড় মাল্যায় পাহাড়িদের ওপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা বিচ্ছিন্ন করে দেখার কোন অবকাশ নেই। পাহাড়িদের ভূমি বেদখল করতেই তারা পরিকল্পিতভাবেই তারা বার বার এ ধরনের হামলা চালাচ্ছে। কিন্তু শাসকগোষ্ঠির একটি মহলের ইন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামধারী একটি ভুইফোঁড় উগ্রসাম্প্রদায়িক সংগঠন এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে উস্কানিমূলক ও মিথ্যা বিবৃতি প্রদান করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা অবিলম্বে বড় মাল্ল্যায় এক পাহাড়ির বাড়িতে অগ্নিসংযোগ ও ৯ পাহাড়ির বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জড়িত সেটলারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।