বাঘাইছড়ির বড় মাল্যায় পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাটের প্রতিবাদে সাজেকের মাজলঙে বিক্ষোভ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের বড় মাল্যা পাহাড়ি গ্রামে সেনা মদদে সেটলার কর্তৃক পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার-বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ প্রদানের দাবিতে সাজেকের মাজলঙে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।
প্রথমে মিছিল ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সীমা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাজেক গণি অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা ও গণতান্ত্রিক যুব ফেরামের মাজলং শাখার সভাপতি অজন চাকমা।

বক্তারা বড় মাল্যায় পাহাড়িদের বাড়িতে সেটলারদের হামলা, অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশ থেকে তারা অবিলম্বে ঘটনায় জড়িত সেটলারদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।