বাঘাইছড়ির বাঘাইহাট বাজারে সেনাবাহিনীর নিরাপত্তায় সংস্কার-মুখোশদের সশস্ত্র অবস্থান

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৭ জুন ২০২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে সেনাবাহিনীর নিরাপত্তায় সংস্কারবাদী (জেএসএস) ও নব্যমুখোশদের ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা বর্তমানে আবুসা বোর্ডিংয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
আগামী ৯ জুন অনুষ্ঠেয় বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্যে তাদের এমন সশস্ত্র তৎপরতা বলে ধারণা করছেন স্থানীয়রা।
জানা যায়, আজ শুক্রবার (৭ জুন ২০২৪) দুপুরের দিকে সেনাবাহিনীর স্কট দিয়ে খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে ৩টি কালো মাইক্রোবাসে করে সংস্কার-মুখোশ সশস্ত্র দলটিকে বাঘাইহাট বাজারে নিয়ে আসা হয়। এরপর তাদেরকে আবুসা বোর্ডিংয়ে নিরাপত্তা দিয়ে রাখা হয়। বর্তমানে তারা ওই বোর্ডিংয়ে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, সংস্কার-মুখোশদের এমন সশস্ত্র সৎপরতায় এলাকার জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ রয়েছে ইতোমধ্যে সংস্কারবাদী গ্রুপের সশস্ত্র কর্মীরা আগামী ৯ জুনের নির্বাচনে তাদের দলীয় প্রার্থী সুর্দশন চাকমাকে অবশ্যই ভোট দিতে হবে বলে বিভিন্ন জনকে হুমকি দিয়েছে। তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলিভ চাকমার এজেন্টদের হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
সুদর্শন চাকমার পক্ষ হয়ে সেনাবাহিনীর এমন আচরণে এলাকার জনগণ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা ৯ জুনের নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।