বাঘাইছড়িতে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি
সিএইচটি নিউজ ডটকম
বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বি-ব্লকে করেঙাতলী ক্যাম্পের সেনারা বিমল চাকমা(৩৬) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।
জানা যায়, শনিবার(১১ জুলাই) সকাল ১১টার দিকে করেঙাতলী ক্যাম্পের কমান্ডার মেজর সেলিমের নেতৃত্বে একদল সেনা সদস্য বিমল চাকমার বাড়িতে হানা দেয়। সেনারা অনুমতি ছাড়াই বাড়ির ভিতর তল্লাশি চালায় এবং জিনিসপত্র সম্পূর্ণ তছনছ করে দেয়। কিন্তু অবৈধ কোনকিছু না পেয়ে যাবার সময় সেনারা বাড়ি থেকে বিমল চাকমার জাতীয় পরিচয় পত্রটি নিয়ে যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মেজর সেলিম জনগণের উপর নানা ধরনের নিপীড়ন-নির্যাতন, হয়রানি, ধরপাকড় চালিয়ে আসছে।
গতকাল শুক্রবার একই ক্যাম্পের সেনারা সাদা পোশাকে গিয়ে করেঙাতলী বাজারে তল্লাশি চালায়। এর আগে গত ৬ জুলাই মেজর সেলিমের নেতৃত্বে সেনা সদস্যরা একই এলাকায় মিহির কান্তি চাকমা নামে অপর এক ব্যক্তির বাড়ি তল্লাশি চালিয়েছিল। মেজর সেলিমের এহেন কর্মকান্ডে এলাকাবাসী বর্তমানে আতঙ্কে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।