বাঘাইছড়িতে যুব ফোরাম নেতাদের বাড়িতে ফের তল্লাশি
সিএইচটি নিউজ ডটকম
বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা ও ইউপি মেম্বার চিক্কেধন চাকমা এবং উপজেলা শাখার নেতা জ্যোতির্ময় চাকমা ও বিমল কান্তি চাকমাকে গ্রেফতারের উদ্দেশ্যে তাদের বাড়িতে ফের তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় করেঙাতলী আর্মি ক্যাম্পের লে: তানভীর-এর নেতৃত্বে একদল সেনা সদস্য বঙলতলী ইউনিয়নের বি-ব্লক এবং সি-ব্লকে অবস্থিত যুব ফোরাম নেতাদের বাড়িতে এ তল্লাশি চালায়। সেনারা তাদের বাড়ির জিনিষপত্র তছনছ করে দেয়। তবে এ সময় যুব ফোরাম নেতারা কেউই বাড়িতে ছিলেন না।
উল্লেখ্য, এর আগে গত ১৮ ও ২১ সেপ্টেম্বর দু’ দফায় সেনারা তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছিলো।
খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।