সিএইচটি.নিউজ.কম রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা গ্রাম থেকে সন্তু গ্রুপ কর্তৃক দুই ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। অপহৃতরা হলেন, মেকি চাকমা(২০) পিতা নিশি কুমার চাকমা ও তপন চাকমা(২০) পিতা মায়াক্ক চাকমা।
জানা যায়, গতকাল ২২ জুলাই রবিবার রাত আনুমানিক ৯টার দিকে বরুণ চাকমা ও বিস্তার চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য শিজক থেকে বোট যোগে এসে লাল্যাঘোনা গ্রামে ঢুকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। তাদেরকে অপহরণের কারণ জানা যায়নি।