বাঘাইছড়িতে সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক আটক ৭
সিএইচটিনিউজ.কম
বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়ির তদেকমারা কিজিং(দুই টিলা) এলাকা থেকে আজ ১৮ জুন বুধবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশ ৭ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলেন, ১. বিটন চাকমা (২৫), পিতা-তাপস চাকমা, ২.সুমঙ্গল চাকমা (৫৫) পিতা- মৃত কৃষ্ণ কুমার চাকমা, গ্রাম- পহনছড়ি, মেরুং ইউপি, দীঘিনালা ৩. রাসেল চাকমা (১৯) পিতা- জ্ঞানেন্দু চাকমা, গ্রাম- রূপকারী, ৪. বাঘ্যা চাকমা (১৭) পিতা- অনাদি কুমার চাকমা, গ্রাম- বাজেপেদা ছড়া, মেরুং, দীঘিনালা, ৫. শুভমঙ্গল চাকমা (২৪) পিতা দেব কুমার চাকমা, গ্রাম পহনছড়ি, মেরুং, দীঘিনালা, ৬. স্মৃতি ময় চাকমা (৩৫) পিতা হনুমান চাকমা, গ্রাম- বাজেপেদা ছড়া, মেরুং দীঘিনালা ও ৭. রিকন চাকমা (২৬) পিতা করুণাময় চাকমা, গ্রাম- গলাছড়ি, রূপকারী বাঘাইছড়ি।
জানা যায়, তদেকমারা কিজিঙে বৌদ্ধ ভাবনা কুটির নির্মাণে সেনাবাহিনী ও প্রশাসনের বাধাদানের প্রতিবাদে তদেকমারা কিজিঙ উপাসক-উপাসিকা পরিষদ ও এলাকাবাসী অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করে আসছিল। মাঝে মধ্যে বিরতি দিয়ে তাদের এ অবরোধ কর্মসূচি চলছে। গতকাল মঙ্গলবার থেকে তারা আবারো সড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু করে। এ সড়ক অবরোধ চলাকালে একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে অভিযোগ করে সেনাবাহিনী ও পুলিশ আজ বুধবার দুপুর ১২টার সময় তদেকমারা কিজিঙ এলাকায় অবস্থিত দোকানগুলোতে হানা দেয়। এ সময় তারা সেখান থেকে উক্ত ৭ জনকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের মধ্যে বিটন চাকমা হলেন স্থানীয় দোকানদার। আর বাকীরা বিভিন্ন প্রয়োজনে সেখানে এসেছিলেন, তবে তারা কেউই অবরোধ কর্মসূচির সাথে যুক্ত ছিলেন না বলে জানা গেছে। আটকের পর তাদেরকে বাঘাইছড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়েছে কিনা তা জানা যায় নি।
————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।