বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক ইউপিডিএফ সদস্যসহ ২ জনকে আটক

বাঘাইছড়ি প্রতিনিধি ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তিনটিলা এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ’র এক সদস্য ও অপর এক যুবককে আটকের খবর পাওয়া গেছে।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি ২০২২) বিকালে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ইউপিডিএফ সদস্য মিন্টু চাকমা (২৫), পিতা- অমর কুসুম চাকমা, গ্রাম- তিনটিলা (১২ কিলো) ও একই এলাকার যুবক জিনেল চাকমা(২০), পিতা- লক্ষ্মীরাজ চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৩টার সময় বাঘাইহাট সেনা জোন থেকে একদল সেনা সদস্য বাঘাইছড়ির তিনটিলা এলাকায় হানা দিয়ে উক্ত দু’জনকে আটক করে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত আর জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন