বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সদস্য আটক
বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক-গঙ্গারাম এলাকার করল্যাছড়িমুখ ধারজ কার্বারী পাড়া থেকে এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ ২৬ নভেম্বর (সোমবার) দিবাপূর্ব রাত আড়াইটার দিকে স্থানীয় বাঘাইহাট জোন থেকে একদল সেনা সদস্য একটি বাড়ি ঘেরাও করলে তিনি আটক হন।
আটককৃত ইউপিডিএফ সদস্যর নাম রিমেন চাকমা(২৫), পিতা- সন্তু মনি চাকমা। তিনি ৩৫ নং বঙ্গলতুলী মৌজার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা। তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার ইউপিডিএফ-এর বিরুদ্ধে নজিরবিহীন দমন-পীড়ন চালাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মারমূখি হচ্ছে প্রশাসন। সরকার চাই না পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করুক। এজন্য ইউপিডিএফ-এর নেতাকর্মীদের ধরপাকড়, হত্যা ও গুম করা হচ্ছে। ইউপিডিএফ প্রধান এবং সকল শীর্ষ নেতাসহ সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়া হচ্ছে।
তিনি অবিলম্বে ধরপাকড়, মিথ্যা মামলা ও খুন-গুম বন্ধের দাবি জানান। এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠূ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে ইউপিডিএফ-এর ছয় দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
———————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।