বাঘাইহাটে আজও আটকে দেওয়া হলো মাচলং বাজারে যাওয়া মালামাল বহনকারী গাড়ি, জেলা প্রশাসককে স্মারকলিপি

0

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাটে আজও (১৫ আগস্ট ২০২৪) মাচলংগামী ব্যবসায়ীদের মালামালের গাড়ি আটকে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর আগে গতকাল বাঘাইহাট জীপ সমিতি কর্তৃক মাচলং বাজারে মালামাল নেয়ার সময় একটি ট্রাক আটকে রাখা হয়েছিল। পরে সেটি বাঘাইহাট জোনের ডিজিএফআইয়ের সদস্য মো. শরীফের নেতৃত্বে জোনে নিয়ে যাওয়া হয়।

মাচলং বাজার কমিটি, উজো বাজার কমিটিসহ স্থানীয় ব্যবসায়ীরা বাঘাইহাট জীপ মালিক সমিতির সিন্ডিকেট ভেঙে দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন।

জানা যায়, আজ বৃহস্পতিবার মাচলং বাজারে সাপ্তাহিক হাটবার হওয়ায় দীঘিনালা থেকে কিছু ব্যবসায়ী কয়েকটি মহেন্দ্র (থ্রি হুইলার) গাড়িতে করে কাঁচা তরিতরকারিসহ বিভিন্ন মালামাল নিয়ে মাচলং বাজারে যাচ্ছিলেন। তারা বাঘাইহাটে পৌঁছলে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের ৬নং চেকপোস্টে গাড়িগুলো আটকিয়ে দেওয়া হয়। সেখান থেকে ৩টি গাড়ি মাচলং বাজারে যেতে দেওয়া হলেও বাকী গাড়িগুলোকে দীঘিনালায় ফেরত পাঠিয়ে দেয় সেনাবাহিনী।

এদিকে, আজ দুপুরে মাচলং বাজার কমিটি, উজোবাজার কমিটি ও স্থানীয় কাঁচামাল ব্যবসায়ীদের পক্ষ থেকে বাঘাইহাট জীপ সমিতির সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবি জানিয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছেন। এতে তারা ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এর মধ্যে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করলে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা।

অপরদিকে, গতকাল বাঘাইহাট জীপ সমিতি কর্তৃক আটকে রাখা মালের ট্রাকটি আজ সকালে সাবেক চেয়ারম্যান নেলশন চাকমার বাড়ির উঠানে রেখে দিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। বাঘাইহাট জোনের ডিজিএফআই সদস্য মো. শরীফ জোরপূর্বকভাবে ট্রাক চালককে দিয়ে ট্রাকটি সেখানে রেখে আসে। তবে চালককে দীঘিনালায় তার বাড়িতে পাঠিয়ে দেওয়া বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More