বাঘাইহাটে রাতের আঁধারে গ্রামবাসীদের ওপর সেনাবাহিনীর হয়রানি

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাটে রাতের আঁধারে সেনাবাহিনী গ্রামবাসীদের নানা হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত মধ্যরাতে বাঘাইহাট সেনাজোন থেকে ৫০ জনের একটি সেনাদল বাঘাইহাটের বামে বাইবাছড়া গ্রামে ঢুকে গ্রামবাসীদের ঘুম থেকে জাগিয়ে তোলে নানা জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করে।
গ্রামের বাসিন্দা রবি চাকমা (৩৫) এ প্রতিবেদকে জানান, গত রাত ১টা ৩০ মিনিট সময়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে। অসুস্থ অবস্থায় বাড়ির উঠানে বের হলে সেনা সদস্যরা আমাকে ঘিরে রাখে এবং গ্রামের দোকানে পৌঁছে দিতে বলে। আমি অসুস্থতার কারণে অপারগতা প্রকাশ করলে তারা আমার সহধর্মীনি মিলি ছ’ চাকমাকে (৩০) সাথে নিয়ে যায়। দোকানের পথ দেখিয়ে দেয়ার পর রাত ২টা ২০ মিনিটে আমার সহধর্মীনি বাড়িতে ফিরে আসে। আমি খুবই চিন্তায় ছিলাম।
গ্রামের আরেক বাসিন্দা সুমতি রঞ্জন চাকমা জানান, রাত ২টা ৩১ মিনিটে সেনাবাহিনীর সদস্যরা আমার বাড়ি এসে আমাদের পরিবারের লোকজনকে ঘুম থেকে জাগিয়ে তুলে এবং তাদেরকে দোকানে নিয়ে যেতে বলে। আমি দোকানে কাছাকাছি তাদের পৌঁছে দিয়ে আসি।
দোকানের পাশে নলেন জয় চাকমার ছেলে সুনীল কান্তি চাকমা জানান, সেনা সদস্যরা আমার বাড়িতে এসে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলে। এর পর গ্রামে কেউ এসেছে কিনা জিজ্ঞেস করে এবং স্কুলটি (বামে বাইবা ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়) দেখিয়ে দিতে বলে। বিদ্যালয়টি দেখিয়ে দেওয়ার পর সেনারা সেখানে চলে যায় এবং সেখানে অবস্থান করে। পরে ভোর ৪টার সময় সেনারা জোনে ফিরে যায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।