বাঘাইহাট জীপ সমিতি কর্তৃক মাচলঙ ও উজোবাজারে মালামাল বহনকারী ট্রাক আটকে রাখার অভিযোগ

0

বাঘাইহাট জীপ সমিতি কর্তৃক আটকে রাখা ট্রাক

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৪ আগস্ট ২০২৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জীপ সমিতি কর্তৃক সাজেকের মাচলঙ ও উজোবাজারে মালামাল পরিবহকারী ট্রাক আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, আজ বুধবার (১৪ আগস্ট ২০২৪) ছিল সকাল ১০টার সময় দীঘিনালার বোয়ালখালী বা খাগড়াছড়ি থেকে ব্যবসায়ীরা ট্রাকে করে উজো বাজার ও মাচলঙ বাজারের উদ্দেশ্যে মালামাল নেয়ার সময় বাঘাইহাট জীপ সমিতি ট্রাকটি আটকে দেয়।  

তারা অভিযোগ করে বলেন, বাঘাইহাট জীপ মালিক সমিতি কর্তৃক প্রায় সময় মালবাহী ট্রাক আটকানো হয় এবং ট্রাক থেকে মালামাল আনলোড করে পুনরায় জীপ গাড়িতে করে মালামাল নিতে হয়। ফলে আমরা ব্যবসায়ীরা ব্যবসা কতে বিপাকে পড়ে যাই। আজও তারা আমাদের এক ট্রাক নিত্যপ্রয়োজনীয় মালামাল আটকে রেখেছে।

জীপ সমিতির সভাপতি মো. রহিমের সাথে যোগাযোগ করেও ট্রাকটি ছেড়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

জীপ সমিতি সভাপতি রহিম বলেন, আমাদের জীপ সমিতির সঙ্গে দীঘিনালার জীপ সমিতি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় দীঘিনালা থেকে সরাসরি কোন পণ্যবাহি গাড়ী মাচালঙে নেয়া যাবে না। সে সিদ্ধান্ত অনুসারে ট্রাকটি আটকানো হয়েছে।

এলাকার লোকজন জানান, সাজেকে আমাদের উৎপাদিত কলাসহ সকল ধরনের পণ্য সরাসরি দীঘিনালা অথবা খাগড়াছড়িতে বিক্রয়ে জন্য নিতে পারি না। উৎপাদিত পণ্য বাঘাইহাট বাজারে ন্যায্য দাম ছাড়া বিক্রয় করতে হয়। যার ফলে তারা অর্থনৈতিকভাবে সংকটে পড়েন।

সর্বশেষ খবরে জানা গেছে, বিকাল ৪টার সময় বাঘাইহাট জোনের ডিজিএফআই-এর সদস্য মো. শরীফের নেতৃত্বে ট্রাক চালক মো. ফারুককে মারধর ও জোর করে ট্রাকটি সেনাজোনে নিয়ে যাওয়া হয়েছে।  

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে বাঘাইহাট বাজার সমিতি ও জীপ সমিতি সিন্ডিকেট করে পাহাড়িদের ব্যবসা ও উৎপাদিত পণ্য বিক্রয়ে বাধাদানের মাধ্যমে এ অঞ্চলের পাহাড়িদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করছে। তারা অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More