বাঘাইহাট জোনের ডিজিএফআই সদস্য কর্তৃক ফাঁকা গুলি বর্ষণে জনমনে আতঙ্ক!

স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
রাঙামাটির বাঘাইহাট জোনের ডিজিএফআইয়ের দুই সদস্য কর্তৃক বাঘাইহাট-দীঘিনালা সড়কের জোড়াব্রীজ এলাকায় ফাঁকা গুলি বর্ষণের ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকালে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের জোড়াব্রীজ এলকার বড়ইতলী নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৩টার সময় বাঘাইহাট জোন থেকে ডিজিএফআই সদস্য মো. হুমায়ুন ও মো. ইশহাক এটি মোটর সাইকেলে করে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের জোড়াব্রীজ এলাকার বড়ইতুলি নামক স্থানে যায়। সেখানে যাওয়ার পর পরই তারা নিজেদের কাছে থাকা পিস্তল দিয়ে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে হঠাৎ গুলির শব্দে স্থানীয় সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক বড়ইতুলি গ্রামের এক বাসিন্দা জানান, ‘আমি রাবার বাগানে গিয়ে রান্নার চুলায় আগুন জ্বালানোর কাজে ব্যবহারের জন্য পরিত্যক্ত রাবার কুড়াচ্ছিলাম। সে সময় ডিজিএফআইয়ের দু’জন সদস্য একটি মোটর সাইকেল যোগে এসে দীঘিনালা – বাঘাইহাট মেইন সড়কের রাস্তার পাশে থামেন। পরে সেখানে তারা কোমর থেকে পিস্তল বের করে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। এতে আমি ভয় পেয়ে যাই।
সেখানে কিছুক্ষন অবস্থান করার পর তারা (ডিজিএফআই সদস্যরা) আবার মোটর সাইকেলে করে বাঘাইহাটের দিকে চলে যায় বলে তিনি জানান।
কী কারণে তারা সেখানে ফাঁকা গুলি ছুঁড়েছে তার বিস্তারিত জানা যায়নি।
তবে সম্প্রতি বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যরা অভিযানের নামে গিয়ে ফাঁকা গুলি ছোঁড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার খবর পাওয়া যাচ্ছে। হয়তো এটিও তারই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
