বাঘাইহাট বাজারে গ্রামবাসী মারধরের প্রতিবাদে ঠ্যাঙাড়েদের বিরুদ্ধে গণপ্রতিরোধ চলছে

0
এক নারীসহ চার গ্রামবাসীকে মারধরের প্রতিবাদে বাঘাইহাট বাজারে ঠ্যাঙাড়েদের বিরুদ্ধে গণপ্রতিরোধ চলছে।

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে এক নারীসহ পাঁচ গ্রামবাসীকে মারধরের প্রতিবাদে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ চলছে বলে খবর পাওয়া গেছে।

বর্তমানে এলাকাবাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল করছে ও সাজেক রাস্তা অবরোধ করেছে।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৮ জুন ২০২৪) সকাল ৯টার সময় বাঘাইহাট বাজারে অবস্থারত মুখোশ সর্দার অসীম প্রিয় চাকমা ও আনন্দ চাকমার নেতৃত্বে ১৫ জনের একটি সন্ত্রাসী দল বাঘাইহাট বাজারে যাওয়া ৫ গ্রামবাসীকে মারধর করে।

মাধেরের শিকার গ্রামবাসীরা হলেন- ১। রিপনা চাকমা, স্বামী- অনিক চাকমা, সাং বামে বাইবাছড়া, সাজেক ইউনিয়ন; ২। অরুন চাকমা, সাং-ঐ, ৩। বিনয় চাকমা, পিতা- বিজয় কুমার চাকমা, সাং- ডানে বাইবাছড়া ও ৪ স্মরন চাকমা, পিতা- অনিল চাকমা, সাং- ডানে বাইবাছড়া ও ৫। দেব রন্জন চাকমা, পিতা- বরেন্দ্র  চাকমা সাং- ডানে বাইবাছড়া।


উক্ত ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার বিক্ষুব্ধ জনগণ ঐক্যবদ্ধ হয়ে মুখোশদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে। তারা মিছিল নিয়ে বাঘাইহাট বাজারে মুখোশদের ঘেরাও করে এবং সাজেক সড়ক অবরোধ করে রেখেছে।

জনগণের প্রতিরোধের মুখে মুখোশ দুর্বৃত্তরা বাঘাইহাট সেনা জোনে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৭ জুন থেকে সেনাবাহিনীর নিরাপত্তায় সন্ত্রাসীদের একটি দল বাঘাইহাট বাজারে অবস্থান নিয়ে এলাকার জনগণকে মারধর, হুমকি-ধমকিসহ নানা অপকর্ম সংঘটিত করছে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More