অন্য মিডিয়া
বান্দরবানের চিম্বুকে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে ৩ ম্রো নারী নিহত

সংগৃহিত ছবি
অন্য মিডিয়া ডেস্ক, সিএইচটি নিউজ
সোমবার, ১৪ জুলাই ২০২৫
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাড়াটির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। সেসময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ২ জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু হয়। স্থানীয়রা এদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এলেও বাকি দুইজনের মরদেহ ঘটনাস্থলেই আছে।
বান্দরবান চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হলে সেখানকার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাচ্ছেন। তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
সূত্র: জাগো নিউজ
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।