অন্য মিডিয়ার খবর
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও হবে রোহিঙ্গা আশ্রয়শিবির
অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
রবিবার, ১৬ জুলাই ২০২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি রোহিঙ্গা আশ্রয়শিবির স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটি প্রস্তুত হলে উখিয়ার আশ্রয়শিবির থেকে কিছু রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হবে।
গতকাল শনিবার (১৫ জুলাই ২০২৩) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এসব কথা বলেন। তাঁর বদলিজনিত বিদায় উপলক্ষে প্রেসক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সুরাইয়া আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, সাংবাদিক মনিরুল ইসলাম, ওসমান গণি প্রমুখ।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবানে তাঁর আড়াই বছরের দায়িত্ব পালনকালে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সূত্র: প্রথম আলো
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন