বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

বান্দরবান, সিএইচটি নিউজ
শনিবার, ২৪ আগস্ট ২০২৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা এক তঞ্চঙ্গ্যা নারী (৪০)-কে বহিরাগত বাঙালি কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) বিকালে ওই নারী জুমে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ধর্ষণ চেষ্টাকারীর নাম মো. ফারুক (২৫), পিতা-বশর উদ্দিন, গ্রাম-শিকদার বিল, রাজাপালং ইউনিয়ন, উখিয়া উপজেলা, কক্সবাজার জেলা।
জানা যায়, গতকাল বিকাল আনুমানিক ৩ টার দিকে ভুক্তভোগী নারী বাড়ি থেকে জুমে যাওয়ার সময় ভালুকিয়া খাল নামক স্থানে মো, ফারুক ওই নারীকে পথরোধ করে জোরপূর্বক বুকে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তি করে কোনো রকমে ওই নারী সেখান থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী মংজয় পাড়ায় গিয়ে গ্রামবাসীদের ঘটনাটি জানান। এরপর গ্রামের লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে গিয়ে মো. ফারুককে আটক করতে সক্ষম হন।
পরে গ্রামবাসীরা ধর্ষণ চেষ্টাকারী মো. ফারুককে পুলিশের নিকট হস্তান্তর করে বলে জানা গেছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি নারীর ওপর সহিংসতার ঘটনা আরো বৃদ্ধি পাচ্ছে। গত ২২ আগস্ট রাতে খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রাজারঘাট (তালতলী) এলাকায় সেটলার বাঙালি কর্তৃক ৪০ বছর বয়সী এক চাকমা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও গতকাল রাঙামাটি শহরের বনরূপা এলাকায় ২য় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী এক মেয়ে শিশু ধর্ষণের চেষ্টার শিকার হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।