বান্দরবানের রুমায় আরও এক বমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবান, সিএইচটি নিউজ
বুধবার, ১২ জুন ২০২৪
বান্দরবানের রুমায় গুলিবিদ্ধ অবস্থায় আরো এক বমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবরটি দিয়ে বলছে উদ্ধারকৃত মরদেহটি ’কেএনএফ’ সদস্যের।
আজ বুধবার (১২ জুন ২০২৪) রুমা উপজেলার পাইন্দু ইউপির জুরভারাং পাড়া এলাকা থেকে মরদেহটি পুলিশের নিকট হস্তান্তর করে যৌথবাহিনীর সদস্যরা।
উদ্ধারকৃত মরদেহটি জুরভারাং পাড়া এলাকার ভানলাল খিয়াং বম (৩৭)-এর বলে জানা গেছে। তার পিতার নাম লালমিন সম বম।
মরদেহটির পরনে ‘কেএনএফের’ ব্যবহৃত পোশাক ছিল জানিয়ে পুলিশ বলছে, যৌথ বাহিনীর চলমান অভিযানে তিনি নিহত হয়ে থাকতে পারেন।
এদিকে, গত ১০ জুন রাতে ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী বলেন, রুমা উপজেলা থেকে একটি লাশ যৌথবাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে এ নিয়ে অন্তত ১৫ জন নিহত হলেন। এছাড়া নারী-শিশু-বৃদ্ধসহ এ পর্যন্ত অন্তত শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ইতিমধ্যে অন্তত ৯৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, গতকাল বান্দরবান কারাগার থেকে বিভিন্ন সময়ে আটক ১৫ জন পুরুষ ও ১৫ জন নারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।