বান্দরবানের রুমায় ‘গোলাগুলিতে’ এক সেনা সদস্যসহ নিহত ৪

বান্দরবান ।। বান্দরবানের রুমা উপজেলার বথিপাড়া নামক এলাকায় কথিত ‘সন্ত্রাসীদের সাথে গোলাগুলি’তে এক সেনা সদস্য ও অপর ৩ জন পাহাড়ি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক সেনা সদস্য।
গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটলেও আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটি জানানো হয়।
নিহত সেনা সদস্যের নাম মো. হাবিবুর রহমান। তিনি রুমা জোনের (২৮ বীর) অধীন রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। আহত সেনা সদস্যের নাম মো. ফিরোজ। আহত সেনা সদস্যকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে নিহত অপর ৩ জন পাহাড়ির নাম-পরিচয় জানা যায়নি।
সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে নিহত পাহাড়িদেরকে জেএসএস সদস্য দাবি করা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জেএসএস’র পক্ষ থেকেও এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন