বান্দরবানের রোয়াংছড়িতে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ

বান্দরবান ।। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়া থেকে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত ব্যক্তির নাম- উ থোয়াইয়্যই মারমা (৫৮)।
স্থানীয় সূত্রগুলোর তথ্য মতে, গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নতুন পাড়ার নিজ বাড়ি থেকে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির অপহৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি জানান।