বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত

বান্দরবান।। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় অজ্ঞাত বন্দুকধারী দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত ব্যক্তির নাম- সাউ প্রু মারমা (৫০), পিতা- মংতু অং মারমা। তিনি রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
রোয়াংছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।