বান্দরবানের লামায় ভূমি বেদখলের প্রতিবাদে দীঘিনালায় তিন সংগঠনের বিক্ষোভ

দীঘিনালা প্রতিনিধি ।। বান্দরবানের লামায় রাবার ইন্ডাষ্ট্রিজ নামক কোম্পানি কর্তৃক সেটলার ও রোহিঙ্গা দিয়ে ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জায়গা বেদখলের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)।
আজ সোমবার (১১ এপ্রিল ২০২২) বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি’র দীঘিনালা উপজেলা সভাপতি অনন্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সভাপতি জ্ঞান প্রসাদ চাকমা।
বক্তারা অভিযোগ করে বলেন, বান্দরবানের লামা উপজেলায় ভূমিদস্যু “লামা রাবার ইন্ডাস্ট্রিজ” নামক কোম্পানি কর্তৃক লংকম ম্রো কার্বারী পাড়া, রেংয়েন ম্রো কার্বারী, জয়চন্দ্র পাড়ায় পাহাড়িদের বংশপরম্পরায় ভোগদখলীয় ৪০০ একর জুমের জায়গা বেদখলের পাঁয়তারা চলছে। গত ৯ এপ্রিল সকালে কোম্পানির উপ পরিচালক মো. কামাল উদ্দীনের মদদে নাইক্ষ্যংছড়ির বাইশারী ও কক্সবাজার থেকে শতাধিক সেটলার বাঙালি ও রোহিঙ্গা নিয়ে এসে হুমকি-ধমকি দিয়ে জোরপূর্বক জায়গা বেদখলের চেষ্টা চালিয়েছে। কিন্তু প্রশাসন ভূমি বেদখলকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। ফলে ভূমিদস্যুদের হুমকির ভয়ে তিন পাড়ায় বসবাসকারী পাহাড়িরা এখন আতঙ্কে দিনযাপন করছে।

বক্তারা আরো বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে ভূমিদস্যু বিভিন্ন কোম্পানি লেলিয়ে দিয়ে পাহাড়িদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। শুধু লামায় নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় বাহিনী ও প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ভূমিদস্যুরা বিভিন্ন কৌশলে পাহাড়িদের জায়গা-জমি কেড়ে নিচ্ছে। কখনো উন্নয়ন, কখনো নিরাপত্তা, কখনো ইকো ট্যুরিজম, কখনো পর্যটন, কখনো সেনা ক্যাম্প সম্প্রসারণের নামে পাহাড়ি জনগণকে নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে। পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব বৈ-সা-বি ঘনিয়ে এলেই এই ভূমিদস্যুরা আরো বেশি তৎপর হয়ে ওঠে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা অবিলম্বে ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ’ কোম্পানির উপ পরিচালক মো. কামাল উদ্দীনসহ ভূমি বেদখল চেষ্টার সাথে জড়িত সেটলারদের গ্রেফতার ও পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন