বান্দরবানের লামায় পাহাড় ধসে নিহত-৭, আহত -১৬

0

সিএইচটি নিউজ ডটকম
2014-01-01_06.15.08উথোয়াই মারমা, লামা(বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলায় ২নং লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে ৭জন নিহত, ১৬জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টায় প্রচুর বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমেনা বেগম ( ৩৫) স্বামী মোঃ রানা, রোজিনা বেগম (৩৪) স্বামী মোঃ সাদ্দাম, পুতু (১০) পিতা মোঃ বশির উদ্দিন, সাজ্জাদ ( ৫) পিতা মোঃ সাদ্দাম, মোঃ আরাফাত (১৫) পিতা মোঃ রানা,মোঃ বশির উদ্দিন(৫৫),পিতা-মৃত লেদু মাষ্টার, ফাতেমা আক্তার(০৮),পিতা- মোঃ সাদ্দাম, সর্ব সাং হাসপাতালপাড়া, ১নং ওয়ার্ড, লামা সদর ইউনিয়ন লামা, বান্দরবান। আহতরা হলেন সেতারা বেগম (৪৫) স্বামী মোঃ বশির, দলু মিয়া (৭০) ,পিতা-মৃত মফিজ উদ্দিন, জয়তুন বিবি ( ৬৫) স্বামী দলু মিয়া সহ প্রমূখ।

ঘটনা স্থল পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভার মেয়র আমির হোসেন,লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান সহ প্রমূখ।

উদ্ধার তৎপরতায় কাজ করছে লামা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস লামা, লামা থানা ,বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগন। মৃতদের আত্বীয় স্বজনদের আহাজারীতে এলাকা ভারী উঠেছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ জানান, প্রত্যেক নিহতের পরিবারকে জন প্রতি ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More