বান্দরবানে আরো ৩ বমকে গ্রফতার, জেল হাজতে প্রেরণ

বান্দরবান, সিএইচটি নিউজ
শনিবার, ২২ জুন ২০২৪
বান্দরবানের রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আরো তিন বমকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রুমার পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮) ও জেফানিয়া বম (১৯)।
গতকাল শুক্রবার (২১ জুন) রুমা উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।
আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃত বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার। বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমা থানার দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমায় শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনার পর রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়।
উক্ত ঘটনার পর গত ৭ এপ্রিল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে রাষ্ট্রীয় বাহিনীগুলো যৌথ অভিযান পরিচালনা করছে। চলমান এ অভিযানে এখন পর্যন্ত বম সম্প্রদায়ের নারীসহ ১০৮ জন গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সূত্র: বাসস
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।