বান্দরবানে তরুণীকে পাহাড়ে নিয়ে গণধর্ষণ, দুইজন গ্রেফতার

বান্দরবান ।। বান্দরবানে এক তরুণীকে(বাঙালি) গণধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ভিকটিম বান্দরবান সদর থানায় তিন জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীর আহম্মদের ছেলে মো. রফিক (২৫), মৃত হেলাল মিয়ার ছেলে মো. জিহাদ (১৮)। মামলার প্রধান আসামি মো. জয়নাল (৩০) পলাতক রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক ওই তরুণীকে শনিবার (১৭ অক্টোবর) রাতে জরুরি কথা আছে বলে সিকদার পাড়ার একটি পাহাড়ে ডেকে নেন জয়নাল। কথা বলার একপর্যায়ে সেখানে হাজির হন স্থানীয় দুই যুবক মো. রফিক ও মো. জিহাদ।
পরে রফিক ও জিহাদ ভিকটিমকে বিভিন্নভাবে নাজেহাল করে গণধর্ষণ করেন এবং অশ্লীল ভিডিও ধারণ করেন। ধর্ষণকারী তিন যুবক ঘটনা কাউকে না বলার ভয় দেখান এবং জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।
এ ঘটনায় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলার প্রধান আসামি পলাতক মো. জয়নালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সূত্র: দৈনিক অধিকার