বান্দরবানে নিখোঁজ ৯ম শ্রেণির ছাত্র রেংনয়া মুরুং-কে সুস্থভাবে উদ্ধারের দাবি

বান্দরবান, সিএইচটি নিউজ
সোমবার, ৩ নভেম্বর ২০২৫
দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র রেংনয়া মুরুং-কে সুস্থভাবে উদ্ধারের দাবি জানিয়েছে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠন (বিএমএসএ)।
আজ সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধন থেকে ম্রো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।
‘বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র রেংনয়া মুরুং উক্ত স্কুলের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘদিন পরেও স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের আশানুরূপ আইনি সহোযোগিতা না পাওয়া ও জোরালো পদক্ষেপ না নেওয়ার’ প্রতিবাদে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠন (বিএমএসএ) উক্ত মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বান্দরবান জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা রেংনয়া মুরুং-এর সন্ধান পেতে স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের আশানুরূপ আইনি সহোযোগিতা না পাওয়ার অভিযোগ করেন। তারা অবিলম্বে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে সুস্থভাবে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য, নিখোঁজ ছাত্র রেংনয়া মুরুং (১৫) লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং হেডম্যান পাড়ার বাসিন্দা সিংপাস মুরুং-এর ছেলে। তিনি বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হোস্টেলে থেকে সেখানে পড়াশোনা করতেন। গত ২৫ সেপ্টেম্বর হোস্টেল ছুটি হলেও তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারে। পরে ২৭ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে বান্দরবান সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
এ বিষয়ে স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা ১৮ সেপ্টেম্বরের পর থেকে রেংনয়া মুরুং-এর উপস্থিতি দেখতে পাননি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
