বান্দরবানে বম জাতিসত্তার ৮ গ্রামবাসীকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

বান্দরবানের রোয়াংছড়িতে বম জাতিসত্তার ৮ গ্রামবাসীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), মানিকছড়ি থানা শাখা।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩) সকাল ১০টায় মানিকছড়ি উপজেলা সদরের জামতলা এলাকায় খাগড়াছড়ি – চট্টগ্রাম সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
‘পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর, অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে খুনিদের দৃষ্টান্তমূলক সাজা দাও’ শ্লোগনে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র মানিকছড়ি থানা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা ও আতুশে মারমা।
বক্তারা বলেন, দেশের শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণকে বিভক্ত করে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিয়ে পাহাড়িদের জাতিগত অস্তিত্ব ধ্বংসের চক্রান্ত করছে। রাষ্ট্রীয় বাহিনী প্রত্যক্ষ সহযোগিতায় নব্যমখোশ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে একের পর এক খুন, গুম, অপহরণের ঘটনা সংঘটিত করছে। গত ৭ এপ্রিল বান্দরবানের রোয়াংছড়িতে বম জাতিসত্তার ৮ জন সাধারণ গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে তারা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা শাসকগোষ্ঠির চক্রান্তের বিরুদ্ধে সজাগ থেকে অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তপুর্ক খুনি ও মদদদাতাদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সশস্ত্র ঠ্যাঙারে গ্রুপ ভেঙে দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন