বান্দরবানে লামায় মারমা নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বান্দরবান ।। বান্দরবানে প্রতিবন্ধী এক মারমা নারীকে ধর্ষণের অভিযোগে আলতাজ উদ্দীন (৩০) নামের একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বুধবার (৮ ডিসেম্বর ২০২১) দুপুরে লামায় এ ঘটনা ঘটে।
গতকাল রাতে ভুক্তভোগী নারীর মা আলতাজ উদ্দীনকে আসামি করে লামা থানায় মামলা করেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী।
মামলার বিবরণে বলা হয়, গতকাল ওই নারীকে নিজ বাড়িতে ধর্ষণ করেন আলতাজ।
ওসি জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: দ্য ডেইলি স্টার
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন