বান্দরবানে লামায় রাবার কোম্পানি কর্তৃক ভুমি বেদখলের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ

সাজেক প্রতিনিধি।। বান্দরবানের লামায় “লামা রাবার ইন্ডাষ্ট্রিজ” নামের কোম্পানি কর্তৃক ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জুমের জায়গা বেদখলের প্রতিবাদে রাঙামাটির সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ এপ্রিল ২০২২) বেলা ২টায় ইউপিডিএফ’র গঙ্গারাম ইউটের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে রাজু চাকমার সঞ্চালায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সংগঠক আর্জেন্ট চাকমা ও কমন চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে কথিত উন্নয়ন ও বিভিন্ন কোম্পানি-প্রতিষ্ঠানের নামে প্রতিনিয়ত পাহাড়িদের জায়গা-জমি বেদখল করা হচ্ছে। শাসকগোষ্ঠির প্রত্যক্ষ মদদে লামা থেকে সাজেক পর্যন্ত সর্বত্র ভূমিদস্যুতা চলছে। প্রশাসনের মদদ থাকায় লামায় ম্রো ও ত্রিপুরা গ্রামবাসীরা ভূমিদস্যু লামা ইন্ডাষ্ট্রিজের লোকজনের হুমকির ভয়ে আতঙ্কে দিনযাপন করছে।

তারা বলেন, যে জমিতে বংশপরম্পরায় ম্রো ও ত্রিপুরা জাতিসত্তারা জুমচাষ করে জীবিকা নির্বাহ করে আসছে, কথিত রাবার কোম্পানিটি রাতারাতি এসে সেসব জায়গা বেদখল করছে। কিন্তু প্রশাসন ভূমি বেদখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের এই পক্ষপাতিত্বের কারণে ভূমিদস্যুরা জোরজবরদস্তি করে ভূমি বেদখল করতে সাহস পাচ্ছে। তাই জনগণকেই ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা অবিলম্বে রাবার ইন্ডাষ্ট্রিজ কর্তৃক ম্রো ও ত্রিপুরা গ্রামবাসীদের জুমের জায়গা বেদখল বন্ধ করা ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন