বান্দরবানে সেনাবাহিনীর গুলিতে আরো এক বম নিহত

0
রুমা-থানচি সীমান্তবর্তী সিংত্লাংপি পাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সংগৃহিত ছবি

বান্দরবান, সিএইচটি নিউজ
বুধবার, ২৬ জুন ২০২৪

বান্দরবানের সেনাবাহিনীর গুলিতে আরো একজন বম নিহত হয়েছেন। এছাড়া আরো একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (২৬ জুন ২০২৪) সকালে রুমা-থানচি উপজেলার সীমান্তবর্তী সিমত্লাংপি পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

যৌথবাহিনী ও পুলিশের পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে নিহত ব্যক্তিকে “কেএনএফ সদস্য” হিসেবে প্রচার করা হয়েছে।

তবে কেএনএফ তাদের পরিচালিত ফেসবুক পেজে দাবি করেছে নিহত ব্যক্তি একজন সাধারণ লোক। তার নাম লালঅপ লিয়ান বম, গ্রাম- থাংদুয়াই পাড়ায়।

ঘটনার বিবরণে তারা (কেএনএফ) জানায়, “আজ ভোরে সেনাবাহিনীর সদস্যরা সিমত্লাংপি পাড়াটি ঘেরাও করে। এ সময় সেনাবাহিনী গুলি চালিয়ে লালঅপ লিয়ান বমকে হত্যা করে”। এছাড়া সেনাবাহিনী ডানা ম্রো (২৪) নামে অপর একজনকেও আটক করে নিয়ে যায় বলেও তারা জানিয়েছে।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, বুধবার সকাল থেকে থানচি উপজেলার সিংত্লাংপি এবং তাজিংডং পাহাড়ে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযান শেষে অজ্ঞাতনামা এক লাশ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে নাটকীয় ব্যাংক ডাকাতির ঘটনার পর থেকে রুমা, রোয়াংছড়ি, থানচিসহ আশে-পাশের এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে রাষ্ট্রীয় যৌথ বাহিনীর চলমান অভিযানে এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহত ও শতাধিক বম নারী-পুরুষ গ্রেফতারের শিকার হয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More