বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিন পালিত

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার কর্তৃক পাহাড়িদের ওপর হামলা, গুলি করে হত্যা-জখম, দোকানপাট-ঘরবাড়িতে অগ্নিসংযোগ-লুটপাটের প্রতিবাদে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিন বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
রাঙামাটি ও খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক এসব বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে।
জানা যায়, আজ শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) সকাল ৬ টা থেকে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে পিকেটাররা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে প্রথম দিনের অবরোধ কর্মসূচি শুরু করেন। অবরোধের কারণে দুরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
অবরোধ পালনকালে বড় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকায় দুপুরে সেনাবাহিনী পিকেটারদের ওপর হামলা করার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।
অপরদিকে বিকাল ৪টার সময় খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের চম্পাঘাট এলাকায় বিজিতলা সাবজোনের একদল সেনা সদস্য শান্তিপূর্ণ অবরোধ পালনকালে ব্রাশফায়ার করে বলে অভিযোগ উঠেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
এছাড়া রাতে এ রিপোর্ট তৈরির সময় পর্যন্ত অন্য কোথাও তেমন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিকালে দীঘিনালায় সেটলার বাঙালিরা পাহাড়িদের ওপর হামলা চালায়, দোকানপাট-ঘরবাড়িতে অগ্নিসংযোগ, বৌদ্ধ বিহার ভাঙচুর ও লুটপাট চালায়। এতে সেনাবাহিনীর হামলায় এক পাহাড়ি হাসপাতালে মারা যায়। এছাড়া আরো ৩ জন পাহাড়ি আহত হয়, যার মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
দীঘিনালায় উক্ত ঘটনার প্রতিবাদে রাতে খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া, উপালি পাড়া ও স্বনির্ভর এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করলে সেনাবাহিনী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ২ জন নিহত ও ১২ জনের অধিক গুরুতর আহত হন, যাদের অনেকে এখন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সংঘটিত হামলার প্রতিবাদে গতকাল (২০ সেপ্টেম্বর) রাঙামাটি শহরে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করলে সেখানেও সেটলার বাঙালিরা হামলা চালায়। তারা বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে একজন নিহত ও অন্তত ৫৪ জন আহত হন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।