বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল দাবিতে নান্যাচরে পিসিপি-যুব ফোরামের বিক্ষোভ প্রদর্শন

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩০ জুন ২০২৪
বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল ও সংবিধানে সকল জাতিসত্তার স্বীকতির দাবিতে রাঙামাটির নান্যাচরে বিক্ষোভ প্রদর্শন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম, নান্যাচর উপজেলা শাখা।
আজ ৩০ জুন ২০২৪, রবিবার বেলা ২:০০ টায় বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য রিপন চাকমা ও গনতান্ত্রিক যুব ফোরাম নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয়তন চাকমা। এতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ইউপিডিএফ সংগঠক বিন্দু চাকমা।
বক্তারা বলেন, সরকার পাহাড়িদের জাতিসত্তার স্বীকৃতি দেয়ার পরিবর্তে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে, যা পাহাড়িসহ সংখ্যালঘু জাতিসত্তাগুলোর অস্তিত্ব বিলীন করে দেয়ার সুগভীর ষড়যন্ত্রের অংশ।
তারা বলেন, একজন চাকমা, মারমা ও ত্রিপুরা কখনো বাঙালি হতে পারে না, একইভাবে একজন বাঙালিও পাহাড়ি হতে পারে না। সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘু জাতিসত্তার অস্তিত্ব ধ্বংস করতে সংখ্যাগরিষ্টতার জোরে সংসদকে ব্যবহার করে গণবিরোধী ও বিতর্কিত এই পঞ্চদশ সংশোধনী আইনটি পাস করেছে। কিন্তু ব্যাপক প্রতিবাদ, আপত্তি ও বিতর্ক সত্ত্বেও তা এখনো বাতিল করা হয়নি।
বক্তারা অবিলম্বে পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধানে সকল জাতিসত্তার স্ব স্ব পরিচয়ে স্বীকৃতি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।