‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ উপলক্ষে দীঘিনালায় পরিবেশ-প্রকৃতি রক্ষার আহ্বানে পোস্টারিং
দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৬ জুলাই ২০২৩

আগামী ২৮ জুলাই ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’। এ দিবসকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় পরিবেশ, প্রকৃতি, বন ও পশু-পাখি রক্ষার আহ্বানে পোস্টারিং করা হয়েছে।
আজ বুধবার (২৬ জুলাই ২০২৩) দুপুরে পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে হাতে লেখা এ পোস্টারিং করা হয়।

পোস্টারগুলোতে বিভিন্ন আহ্বান সম্বলিত শ্লোগান লেখা রয়েছে। এর মধ্যে “দূষণ বন্ধ করুন, পরিবেশ বাঁচান, পৃথিবীকে বসবাসযোগ্য করুন: নিজের ভবিষ্যত নিরাপদ রাখতে বন, প্রকৃতি ও পশু-পাখি রক্ষা করুন; প্লাস্টিকের শপিং ব্যাগ যত্রতত্র ফেলবেন না; বনাঞ্চল হলো পাহাড়ের ফুসফুস, বন উজাড়কারীদের বাধা দিন; ভ্রমণের নামে পরিবেশ দূষণ, মানি না; পাহাড় দেখার উছিলায় পরিবেশ ধ্বংস মানি না, বন্ধ কর; পার্বত্য চট্টগ্রামকে পর্যটন জোন বানানো মানি না; বন উজাড়, পাথর উত্তোলন, মাটি কাটা বন্ধ করতে হবে; অবৈধ ইট ভাটা বন্ধ কর, করতে হবে; অনুমোদনহীন কীটনাশক বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ কর; ক্ষতিকর রাসায়নিক দ্রব্য বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ কর” ইত্যাদি শ্লোগান দেখা গেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন