বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে নান্যাচরে র্যালি ও সমাবেশ

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৮ জুলাই ২০২৫
“পরিবেশ রক্ষায় অগ্রণী হবো, পাহাড় কেটে বন উজার করে জীববৈচিত্র্য ধ্বংস করতে দেবো না” এই স্লোগানে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ রাঙামাটির নান্যাচরে র্যালি ও সমাবেশ করে নান্যাচর এলাকাবাসী।
আজ সোমবার (২৮ জুলাই ২০২৫) ‘নান্যাচর বন ও পরিবেশ রক্ষা কমিটি’র উদ্যোগে এই র্যালি ও সমাবেশ আয়োজন করা হয়।
বেলা ২টার সময় পাতাছড়ি মুখ রাস্তা থেকে র্যালি বের হয়ে টিএন্ডটি বাজারে গিয়ে সমাবেশ করা হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন।
সমাবেশে ২নং নান্যাচর ইউপি’র সাবেক সদস্য সেন্ট্রু চাকমার সঞ্চালনায় ও সাবেক চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য ভুবন জয় চাকমা ও সুশান্তি কার্বারী প্রমুখ।

সমাবেশে সুশান্তি কার্বারী বলেন, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের কারণে মানব সমাজে নানা সমস্যা দেখা দিচ্ছে। তাই পরিবেশ সুরক্ষার জন্য প্রকৃতিকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, পূর্বপুরুষের আমলে আমরা শুনেছি এবং আমাদের সময়ে আগে এ অঞ্চলে অনেক বড় বড় গাছ-পালা ছিল। কিন্তু এসব গাছ-পালা এখন আর নেই। সেজন্য আমাদের প্রকৃতি ও পরিবেশ নিয়ে আরো বেশি সতেতন হওয়া দরকার।
তিনি পরিবেশের ক্ষতিকর দিক তুলে ধরে আরো বলেন, আজকে আমরা গাছপালা কেটে জুম চাষ করছি। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলছি. যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রকৃতি, পরিবেশের ক্ষতি করে রাস্তা-ঘাট তৈরি করা হচ্ছে। গাছপালা ও পাহাড় কেটে পর্যটন বানানো হচ্ছে। মুনাফা লাভের আশায় আমরা যেন প্রকৃতি-পরিবেশকে ধ্বংস করা থেকে বিরত থাকি।

ভূবন জয় চাকমা বলেন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই প্রকৃতিকে সংরক্ষণ করা দরকার। আমাদের অসচেতনতার কারণে আজকে আমাদের থেকে বড় বড় গাছ-পালা ও বন্য প্রাণীগুলো বিলুপ্তির পথে। তাই এগুলোকে সংরক্ষণ করা আমাদের অবশ্যই জরুরি।
সভাপতি বিনয় কৃষ্ণ খীসা বলেন, পরিবেশর জন্য ক্ষতিকর রাস্তাঘাট নির্মাণ, গাছ-পালা কাটা থেকে বিরত থাকতে হবে। প্রকৃতিকে বাঁচাতে নিজে সচেতন হতে হবে, অন্যকেও সচেতন করতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর সেগুন ও অন্যান্য বিদেশী গাছ লাগিয়ে আজকে ছড়া ঝিরি শুকিয়ে যাচ্ছে। তিনি পরিবেশ, প্রকৃতির ক্ষতিকারক সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।