বীর মুক্তিযোদ্ধা মুশতারী শফী’র মরদেহে ইউপিডিএফসহ ৪ সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

0

চট্টগ্রাম ।। একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মুশতারী শফীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রামের অন্যতম রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

আজ বুধবার (২২ ডিসেম্বর ২০২১) সকাল ১১ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবদেনের সময় গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মিটন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন চট্টগ্রাম নগরের আহ্বায়ক রিতা চাকমাসহ ৪ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী দীর্ঘসময় ধরে চট্টগ্রামসহ সারাদেশে প্রগতিশীল সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনে সক্রিয় ছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকায় মুশতারী শফী দেশে প্রগতিশীল চেতনার বাতিঘর হিসেবে পরিচিত হয়েছিলেন।

নেতৃবৃন্দ স্মরণ করে বলেন, ১৯৯৯ সালের ২২ এপ্রিল খাগড়াছড়িতে পাহাড়ি গণ পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ সম্মেলনে চট্টগ্রাম থেকে মুশতারী শফিসহ প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। সেদিন প্রশাসন অন্যায়ভাবে ১৪৪ ধারা জারি করে সম্মেলন বানচাল করে দেয় এবং পুলিশের গুলিতে প্রতুল ও সুরমণি চাকমা নামে দু’জন নিহত ও আরো বহু আহত হন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুশতারী শফী ও রাণা দাশগুপ্ত চট্টগ্রামে ফিরে এসে সংবাদ সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More