বুধবার আধাবেলা সড়ক অবরোধ সফল করতে সাজেকে মশাল মিছিল

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় গুলিবর্ষণ ও সন্ত্রাসের সাথে জড়িত ৬ সশস্ত্র ঠ্যাঙাড়েকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রেফতার না করায় এবং জনতার ওপর সেনা হামলার প্রতিবাদ জানিয়ে আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ডাকা খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়ক ও খাগড়াছড়ি টু ঢাকা-চট্টগ্রাম সড়কে আধাবেলা সড়ক অবরোধ সফল করতে সাজেকে মশাল মিছিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উজো বাজার ও মাজলং বাজারে পৃথক পৃথকভাবে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ ও নারী আত্মরক্ষা কমিটির ব্যানারে এই মশাল মিছিলের আয়োজন করা হয়।
মশাল মিছিল পরবর্তী উজোবাজারে অনুষ্ঠিত সমাবেশে বাবু ধন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাজেক কার্বারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি শুক্র চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরানী চাকমা।
অপরদিকে মাচলং বাজারে আয়োজিত সমাবেশে সীমা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন লেখন চাকমা ও সুখেন চাকমা।

বক্তারা বলেন, গত ৭ সেপ্টেম্বর যে ৬ জন সশস্ত্র ঠ্যাঙাড়ে সদস্য গুইমারার তবলা পাড়ায় গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদরেকে স্থানীয় জনতা ধরে ফেললেও সেনাবাহিনী গিয়ে জনতার ওপর হামলা চালিয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে ছেড়ে দিয়েছে। এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গতকাল খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের আযোজিত মশাল মিছিল কর্মসূচি থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু প্রশাসন নির্দিষ্ট সময়ে সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। তাই আগামীকাল বুধবার খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়ক এবং খাগড়াছড়ি টু ঢাকা-চট্টগ্রাম সড়কে অবরোধের ডাক দিয়েছে তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।
বক্তারা আগামীকাল সাজেক পর্যটন সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি সফল করতে সহযোগিতা প্রদানের জন্য প্রশাসনসহ সকল যানবাহন মালিক সমিতি ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।