বৃষ্টি উপেক্ষা করে রামগড়ে হাজারো জনতার অবস্থান ধর্মঘট, সিএইচটি রেগুলেশন বহাল রাখার দাবি

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১০ জুলাই ২০২৪

“পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে” শ্লোগানে আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়ির রামগড়ে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রামগড় উপজেলা শাখা।

আজ বুধবার (১০জুলাই ২০২৪) দুপুর ১২:৩০টায় রামগড় উপজেলার দাতারাম পাড়া মুখে খাগড়াছড়ি – ঢাকা মহাসড়কে হাজারো জনতার অশগ্রহণে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু হয়। এ সময় বাজানো হয় বিপ্লবী গান।

কর্মসূচি চলার এক পর্যায়ে তুমুল বৃষ্টি শুরু হলেও সমাবেত জনতা রাস্তা থেকে সরে দাঁড়ান নি। দুপুর ১:১০টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

এ সময় সড়কে আটকা পড়া বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে অবস্থান ধর্মঘট প্রত্যক্ষ করেন এবং অনেকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহন করেন।

অবস্থান ধর্মঘট কর্মসূচিতে পিসিপি রামগড় উপজেলা শাখার সভাপতি বাহাদুর ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৈমাং ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য দেন  পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সদস্য নয়ন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের  রামগড় উপজেলা শাখা সভাপতি লিটন চাকমা।

বক্তারা বলেন, যুগ যুগ ধরে পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামে প্রথাগত নিয়মে জুমচাষসহ নানা সামাজিক রীতিনীতি পালন করে আসছে। সিএইচটি রেগুলেশন অনুযায়ী পাহাড়িরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছে। পাহাড়ি জনগণ প্রথাগত আইনে বিশ্বাস করে। প্রথা অনুসারে ভূমি অধিকার ভোগ করে আসছে। কিন্তু সরকারের পাহাড়ি বিদ্বেষী নীতির কারণে আজ তা বিপর্যয়ে পড়েছে। সরকার-শাসকগোষ্ঠী পাহাড়িদের অস্তিত্ব ধ্বংস করে দিতে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র শুরু করেছে। আদালতে আগামী ১১ জুলাই সিএইচটি রেগুলেশন বাতিলের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে জানা গেছে।


তারা আরো বলেন, ১৯০০ সালের বিশেষ আইন বাতিলের ষড়যন্ত্র পাহাড়ে সরকার সেনাবাহিনীর দমন-পীড়ন ও পাহাড়িদের অস্তিত্ব বিলীণ করে দেয়ার ষড়যন্ত্রেরই অংশ। সরকার যদি পাহাড়িদের রক্ষাকবচ সিএইচটি রেগুলেশন বাতিল করে দেয় তাহলে পাহাড়ি জনগণ বসে থাকবে না। সর্বত্র প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা হবে। তাই সরকারকে পার্বত্য চট্টগ্রামের ১৯০০ সালের শাসন বিধিমালা বহাল রাখার আহ্বান জানান বক্তারা।

এসময অবস্থান ধর্মঘটে জনতা  “No to military rule in CHT,  পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ কর, রাজা-হেডম্যান-কার্বারী প্রথা বাতিল করা যাবেনা ও পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ আমার রক্ষাকবচ ” সম্বলিত বিভিন্ন প্লাকার্ড  প্রদর্শন করেন ও শ্লোগান দেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More