বৈসু, সাংগ্রাই, বিঝু উপলক্ষে মাটিরাঙ্গার গোমতি এলাকাবাসীর বর্ণাঢ্য র্যালি

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার গোমতিতে বৃহত্তর গোমতি এলাকাবাসীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় “আসুন, উৎসবে একাত্ম হই, ঐতিহ্যের শক্তিতে বলীয়ান হয়ে স্ব স্ব জাতিসত্তার পরিচিতি তুলে ধরি” এই শ্লোগানে এই র্যালির আয়োজন করা হয়।

র্যালিতে এলাকার নারী-পুরুষ গান বাজিয়ে উৎসমুখর হয়ে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী নারীরা পরিধান করেন তাদের ঐতিহ্যবাহী পোশাক।
র্যালিটি টাকার মুনি পাড়া থেকে শুরু হয়ে গোমতি বাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।