বৈ-সা-বি উপলক্ষে গুইমারায় বর্ণাঢ্য শোভাযাত্রা

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
পাহাড়িদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসু, সাংগ্রাই, বিঝু…) উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০২৪) সকাল ১০টায় ‘গুইমারা এলাকাবাসী’ ব্যানারে গুইমারা উপজেলা সদরে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আমতলী পাড়া থেকে শুরু হয়ে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আমতলী পাড়ায় গিয়ে শেষ হয়।
“উৎসবের জন্য চাই পরিবেশ, বিকাশের জন্য চাই স্বাধিকার” শ্লোগানে আয়োজিত শোভাযাত্রায় গুইমারা উপজেলার বিভিন্ন এলাকার ছাত্র, যুবক-যুবতীসহ এলাকার জনগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারী মারমা, ত্রিপুরা, চাকমা কিশোর-কিশোরীরা নিজস্ব জাতীয় পোষাক পরিধান করে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন।
এসময় তরুণ-তরুণীরা বৈসু, সাংগ্রাই, বিঝুর গান গেয়ে আনন্দে মেতে উঠেন। কোন কোন তরুণ-তরুণী পার্বত্য চট্টগ্রামে ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশ সৃষ্টি করার দাবি জানিয়েও শ্লোগান দেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।