বৈ-সা-বি উপলক্ষে রাঙামাটির কুদুকছড়ি ও ঘিলাছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাঙামাটি ও নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
পার্বত্য চট্রগ্রামে পাহাড়িদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসু, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান…) উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ও নান্যাচর উপজেলার ঘিলাছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নদীতে ফুল নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ এপ্রিল ২০২৪) সকাল ৮টার সময় কুদুকছড়ি ইউনিয়ন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত শোভাযাত্রাটি কুদুকছড়ির মাওরুম কলেজ থেকে শুরু হয়ে রাঙামাটি -খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিন করে কুদুকছড়ি বাজারের মাওরুম খালে গিয়ে ফুল নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।

“বৈ-সা-বি’র চেতনায় ঐক্যবদ্ধ হোন, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করুন” এই আহ্বানে আয়োজিত শোভাযাত্রায় কুদুকছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা যুবক-যুবতী, শিশু, কিশোর-কিশোরী, স্থানীয় ইউনিয়নের সদস্যগণসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
এসময় শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা “উৎসব হোক অস্তিত্ব রক্ষার হাতিয়ার, স্ব স্ব ঐতিহ্য উর্ধ্বে তুলে ধরুন, আনন্দ উল্লাসের নামে উৎপাত চলবে না…” ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।
এছাড়া একই সময়ে নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন এলাকাবাসীর ব্যানারেও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি ঘিলাছড়ি ইউনিয়নের পুকুরছড়ি থেকে শুরু হয়ে রাঙামাটি-খাগড়াছড়ি মূল সড়ক প্রদক্ষিন করে মাওরুম খালে ফুল নিবেদনের মধ্যে দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমাসহ বিভিন্ন এলাকার শিশু, কিশোর-কিশোরী থেকে শুরু করে ছাত্র, যুবক, চাকরীজীবী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন বয়সের লোকজন স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।