বৈ-সা-বি উপলক্ষে সাজেকে বর্ণাঢ্য শিশু র্যালি

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
বৈ-সা-বি (বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিষু…) উপলক্ষে রাঙামাটির সাজেক অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শিশু র্যালি।
আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল ৮টায় “আসুন, উৎসবে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষার্থে সুদৃঢ় করি ভ্রাতৃত্বের বন্ধন, উৎসবের জন্য চাই পরিবেশ, বিকাশের জন্য চাই স্বাধিকার” এই শ্লোগানে র্যালিটি অনুষ্ঠিত হয়। ‘সাজেক বৈসাবি উদযাপন কমিটি’ এই র্যালির আয়োজন করে।

র্যালিতে ‘জাতীয় অস্তিত্ব রক্ষায় নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে শক্তিতে পরিণত করুন’ শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন বহন করা হয়।
চার শতাধিক শিশু. কিশোর-কিশোরীর অংশগ্রহণে র্যালিটি লাদুমনি বাজার থেকে শুরু হয়ে উজোবাজারে গিযে শেষ হয়। পরে গঙ্গারাম ব্রিজের নীচে কাজলং নদীতে ফুল নিবেদন করে নতুন বছরের জন্য মঙ্গল কামনা করা হয়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।