ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে কুদুকছড়িতে প্রতিবাদ সমাবেশ

রাঙামাটি ।। রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নে এলাকাবাসী ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় মিছিল সহকারে তারা সমাবেশে মিলিত হন।
এতে গণ্যমান্য মুরুব্বসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশ থেকে সংঘাত বন্ধ করে বৃহত্তর জাতীয় ঐক্য স্থাপন এবং শাসকগোষ্ঠীর পাতানো ফাঁদে পা না দিয়ে জনগণের পক্ষে সংগ্রাম করার জন্য জন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে বক্তব্য রেখেছেন রঞ্জন বিজয় চাকমা ও মিশন চাকমা।