মথি ত্রিপুরাকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও স্থিরচিত্র প্রদর্শনী, লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র ইজারা বাতিলের দাবি

0

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সমাবেশে বক্তব্য রাখছেন ডা. সুশান্ত বড়ুয়া।

“প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজের ইজারা বাতিল কর” এই স্লোগানে লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়েরকৃত মিথ্যা মামলায় ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরাকে বেআইনিভাবে আটকের প্রতিবাদে ও ম্রো-ত্রিপুরাদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ ও স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রামস্থ সচেতন নাগরিক সমাজ।

আজ শুক্রবার (২৪ মার্চ ২০২৩) বিকাল ৪টায় নগরীর চেরাগি পাহাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় লামা লাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ভূমি বেদখল প্রচেষ্টা, হামলা, অগ্নিসংযোগ-ভাংচুরের চিত্রসহ ভূমি রক্ষা আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

লামা লাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ভূমি বেদখল প্রচেষ্টা, হামলা, অগ্নিসংযোগ-ভাংচুরের চিত্রসহ ভূমি রক্ষা আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র প্রদর্শন করা হয় (উপর ও নীচ)।

সমাবেশে চট্টগ্রামস্থ সচেতন নাগরিক সমাজ কমিটির সদস্য সোহেল চাকমা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রামস্থ সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও জাতীয় মুক্তি কাউন্সিল পূর্ব-৩ অঞ্চলের সভাপতি এডভোকেট  ভূলন ভৌমিক। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সংগঠক ও প্রগতিশীল চিকিৎসক ডা. সুশান্ত বড়ুয়া, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাইফুর রুদ্র, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী দয়াসোনা চাকমা এবং লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি’র আহ্বায়ক রংধজন ত্রিপুরা প্রমুখ।

এডভোকেট ভূলন ভৌমিক বলেন, লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরাকে যে আইন ও অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা জামিনযোগ্য। কিন্তু লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করে আজ তাকে মাসের পর মাস আটকে রাখা হচ্ছে। প্রশাসনের এমন অন্যায় ও স্বেচ্ছাচারীতা নজিরবিহীন।

তিনি আরো বলেন, এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে চট্টগ্রামের জৈনক এক মন্ত্রীর স্ত্রী লামা সরই ইউনিয়নের ৪০০ একর ভূমি দখলের অংশীদার হওয়ায় সেখানকার স্থানীয় ম্রো ও ত্রিপুরা জাতিসত্তাদের উচ্ছেদ ও আন্দোলনে সক্রিয় সকলকে মিথ্যা মামলা দায়ের করে আটক রাখার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে।

তিনি অবিলম্বে রাবার কোম্পানির ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে মথি ত্রিপুরা’র মুক্তির দাবি করেন।

বক্তব্য রাখছেন এ্যাডভোকেট ভুলন ভৌমিক।

ডা. সুশান্ত বড়ুয়া বলেন, সরকার, স্থানীয় প্রশাসন, মানবাধিকার কমিশন থেকে শুরু করে গত এক দেড় বছরে পাহাড়ি জাতিসত্তাসমূহের যে লড়াই সংগ্রাম তা ইতিমধ্যে পুরো বাংলাদেশের জনগণের কাছে সাড়া জাগিয়েছে। পাহাড়ের সবচেয়ে প্রান্ত্রিক জনগোষ্ঠী ম্রোদের উপর যে দমন-পীড়ন, জ্বালাও পোড়াও নির্যাতন, একমাত্র পানির উৎস ঝিরিতে বিষ ছিটিয়ে, ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য হত্যা তথা পাহাড়ি জনগণকে উচ্ছেদের যে ষড়যন্ত্র তা লামা রাবার ইন্ডাস্ট্রিজ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, কোনকিছুই ফেলনা নয়। লামা রাবার ইন্ডাস্ট্রিজের ৪০০ একর ভূমি বেদখলের বিরুদ্ধে এ যাবৎ ঢাকা, চট্টগ্রাম কিংবা পার্বত্য চট্টগ্রামে যতগুলো প্রতিবাদ সমাবেশ হয়েছে তার প্রত্যেকটি ঘটনা আজকের এই সমাবেশে প্রদর্শিত হচ্ছে। তিনি পথচারী থেকে শুরু করে শ্রমিক মেহনতি মানুষকে স্থির চিত্র প্রদর্শনী দেখার আহ্বান করে বলেন, লামা রাবার কোম্পানির জমি দখলের ষড়যন্ত্র ও অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর নাটক আপনারা বাংলাদেশের আনাচে-কানাচে সব জায়গায় ছড়িয়ে দিন। লামা রাবার ইন্ডাস্ট্রিজকে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কয়েকটা চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দিয়ে ম্রোদের ভূমি রক্ষার ন্যায্য আন্দোলন দমন করা যাবে না।

সমাবেশের অংশ বিশেষ।

লামা সরই ইউনিয়ন ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা অভিযোগ করে বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়েরকৃত মিথ্যা মামলায় ভূমি রক্ষা কমিটির নেতা মথি ত্রিপুরাকে প্রশাসন গ্রেফতার করতে পারে অথচ কোম্পানির ৪০০ একর ভূমি দখলের ষড়যন্ত্র বন্ধ করতে পারে না। কোম্পানির কথায় ওঠাবসা করার জন্যই কি প্রশাসনের আইন-কানুন তৈরী হয়েছে?

তিনি আরো বলেন, আমাদের ন্যায্য আন্দোলন দমন করার জন্যে রাবার কোম্পানি যতই ষড়যন্ত্র করুক, প্রশাসনের মদদে তারা যতই মিথ্যা মামলা দিয়ে, হুমকি-ধমকি দিয়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করুক আমরা ভূমি রক্ষার আন্দোলন থেকে এক পাও পিছপা হব না। যতদিন পর্যন্ত আমাদের ভূমির অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন আমরা আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যাব।

সমাবেশ থেকে বক্তারা, প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজের ইজারা বাতিল ও লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়েরকৃত মিথ্যা মামলায় ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশ শেষ হওয়ার পর আরো ৩০ মিনিট পর্যন্ত স্থিরচিত্র প্রদর্শনী চালু রাখা হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More