মধুপুরে বনবিভাগ কর্তৃক গারোদের কলাবাগান কেটে ধ্বংস

মধুপুর (টাঙ্গাইল) ।। টাঙ্গাইলের মধুপুর উপজেলার পেগামারী গ্রামে বনবিভাগ কর্তৃক গারোদের কষ্টে গড়া কলাবাগান জোরপূর্বক কেটে ধ্বংস করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২০) সকালে বনবিভাগের সহকারী কমিশনার জামাল হোসেন তালুকদার, রেঞ্জার আব্দুল আহাদ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর এর নেতৃত্বে কলাবাগান কেটে ধ্বং করে দেওয়া হয়।

এই জমিতে গারোরা বংশপরম্পরায় বসবাস ও চাষাবাদ করে আসছেন।
এই ঘটনায় গারোরা তাৎক্ষণিকভাবে বিট অফিস ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছেন।
রিজার্ভ ফরেস্টের নামে বনবিভাগ গারোাদের বংশ পরম্পরার ভিটেমাটি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে বলে গারোরা অভিযোগ করেছেন।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ চলছে।