মহালছড়িতে এক নিরীহ টমটম চালককে মারধর করেছে মুখোশরা

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকা থেকে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ দুর্বৃত্তরা চন্দ্র চাকমা (৪৫) নামে এক নিরীহ টমটম চালককে ব্রিজ পাড়ায় ধরে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগী চন্দ্র চাকমা মহালছড়ি যৌথ খামার এলাকার মৃত অলঙ্গ চাকমার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টমটম চালিয়ে কোনমতে তার সংসার চালাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা এ প্রতিবেদকে জানান, আজ দুপুর ২টার সময় ২৪ মাইলে একটি হোটেলে ভাত খাচ্ছিলেন টমটম চালক চন্দ্র চাকমা। এ সময় মুখোশরা তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তাকে ব্রিজ পাড়ায় নিয়ে গিয়ে মারধর করার পর বিকাল সাড়ে ৫ টার সময় তার এলাকার মুরুব্বিদের হাতে নানা শর্ত দিয়ে তাকে ছেড়ে দেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।