মহালছড়িতে এক ব্যক্তিকে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে মুখোশ-সংস্কাররা!
মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ জুলাই ২০২৩

খাগড়াছড়ির মহালছড়িতে মুখোশ-সংস্কারবাদী দুর্বৃত্তরা এক ব্যক্তিকে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যক্তির নাম অতুল চাকমা, পিতা- সুধীর চন্দ্র চাকমা, গ্রাম- উচ্চ কেঙেলছড়ি. ৯নং ওয়ার্ড মহালছড়ি সদর ইউনিয়ন।
আজ বুধবার (১৯ জুলাই ২০২৩) সকাল ৯টার সময় ধৈর্য্য নামের এক মুখোশ দুর্বৃত্ত অতুল চাকমাকে ২৪ মাইল নামক স্থানে তাদের সাথে দেখা করতে ডেকে পাঠায়। দুপুর ১২টার দিকে অতুল চাকমা তাদের দেয়া নির্দিষ্ট স্থানে পৌঁছা মাত্রই সেখানে থাকা মুখোশ সদস্য এবঙ চাকমা, সুমন্ত চাকমা (কালামিলে বাপ), প্রকাশ চাকমা (টুকলো) ও সংস্কারবাদী দলের সদস্য টনেল চাকমা অতুল চাকমাকে সেখান থেকে অন্যত্র ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এরপর পুলিশ তাকে মহালছড়ি থানায় নিয়ে যায় এবং দুপুর ২টার দিকে খাগড়াছড়িতে চালান দেয় বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন