মহালছড়িতে দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বদনালা গ্রামে সেনাবাহিনী দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (৩০ আগস্ট ২০২৪) এ তল্লাশির ঘটনা ঘটে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ১. লক্ষ্মী বিলাস চাকমা (৬০), পিতা- মৃত যোগেন্দ্র চাকমা ও ২. মোহপ্রিয় চাকমা (৫০), পিতা-মৃত রাজ চন্দ্র চাকমা।
জানা যায়, আজ সকালে উপজেলার লেমুছড়ি মাঠে ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু সমাবেশ শুরু হওয়ার আগে ঠ্যাঙাড়ে (নব্যমুখোশ( সন্ত্রাসী সেনামনি চাকমাকে সাথে নিয়ে একদল সেনা সদস্য উক্ত স্থানে গিয়ে অবস্থান করলে সেখানে আর সমাবেশ করতে পারেনি আয়োজকরা।
এরপর সেনাবাহিনীর সদস্যরা বদনালা গ্রামে গিয়ে লোকজনের কাছ থেকে ‘ইউপিডিএফ কর্মীরা কোথায় থাকে, কোন রাস্তা দিয়ে চলাচল করে’ ইত্যাদি হয়রানিমূলক নানা প্রশ্ন জিজ্ঞাসা করে।
এ সময় সেনারা কোন কারণ ছাড়াই উক্ত দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।